রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।রোববার দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সকালে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, স্থানীয় আবুল কাশেম (২৭) ও মঞ্জুরুল ইসলাম (২৮)। রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ূন কবীর বাংলামেইলকে বলেন, 'উপজেলার পশ্চিম সরফভাটা এলাকায় রোববার দিনগত রাত একটার দিকে পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশ সকালে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এখনো।'
সানবিডি/ঢাকা/এসএস