সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে বেড়েছে শুকনা মরিচ আমদানি। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত সাত মাসে প্রায় দুই হাজার টন বেশি আমদানি হয়েছে মসলাপণ্যটি। এদিকে আমদানি বাড়ায় দেশীয় বাজারে শুকনা মরিচের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ১৯ হাজার ২২০ টন। যার আমদানি মূল্য ৪৭৬ কোটি ৬৮ লাখ টাকা। যেখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৪৭ কোটি ৬৭ লাখ টাকা। অন্যদিকে গত অর্থবছরের একই সময় অর্থাৎ জুলাই-জানুয়ারি পর্যন্ত শুকনা মরিচ আমদানি হয়েছিল ১৭ হাজার ৩৯২ টন। যার আমদানি মূল্য ছিল ২৪৪ কোটি ৭২ লাখ টাকা, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিল ২৪ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের সাত মাসে শুকনা মরিচ আমদানি বেড়েছে ১ হাজার ৮২৮ টন। পাশাপাশি রাজস্ব আয় বেড়েছে ২৩ কোটি ২ লাখ টাকা।
এনজে