ঔপনিবেশিক ধ্যান-ধারণা পরিহার করে সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে দুর্নীতি প্রতিরোধে কৌশল প্রণয়ন করেছে সরকার। তার বাস্তবায়নও করা হচ্ছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিসিএস কর্মকর্তাদের এক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সরকার প্রধান এ নির্দেশ দেন।
নবীন বিসিএস কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেন মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। মানুষের সেবা নিশ্চিতে তাই তাদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, সরকারি খাতকে দুর্নীতিমুক্ত করতে সুনির্দিষ্ট কৌশল নিয়েছে সরকার। সেবা প্রত্যাশী মানুষের ভোগান্তি কমাতেও নেয়া হয়েছে উদ্যোগ।
এম জি