কুমিল্লা অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও সব শ্রেণির নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সম্মেলন করেছে এক্সিম ব্যাংক।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লার গোল্ডেন স্পুন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।
সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাকসুদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আব্দুল বারী। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেশন অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকূলতা নিয়ে আলোচনা করে কীভাবে বর্তমান পরিস্থিতিতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন।
এএ