মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবার ডোনাল্ড ট্রাম্পকে এক হাত দেখে নেবেন তার দলের প্রার্থীরা। এ উদ্দেশ্যেই জোট হয়ে লড়াইয়ে অংশ নিচ্ছেন রিপাবলিকান দলে ট্রাম্পের দুই প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন কাসিচ। এতদিন তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিলেন। খবর বিবিসির।
টেড ক্রুজ ওরেগন ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের প্রাথমিক ভোটে কাসিচকে জয় পেতে সহায়তা করবেন। একারণে ওই এলাকায় তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। অন্যদিকে জন কাসিচ ইন্ডিয়ানাতে টেড ক্রুজের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। নিজেদের মধ্যে এমনটাই চুক্তি করেছেন এই দুই মনোনয়নপ্রত্যাশী।
তবে এ বিষয়ে খুবই হতাশ ডোনাল্ড ট্রাম্প। এ সম্পর্কে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বীরা এখন একেবারেই মরিয়া হয়ে উঠেছে এবং গাণিতিকভাবে তারা মৃত।
সানবিডি/ঢাকা/আহো