বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করবে বিএনপি। এই আন্দোলনের মাধ্যমেই পতন হবে সরকারের।
খালেদা জিয়ার রাজনীতিতের ফেরার ব্যাপারে ফখরুল বলেন, পরিপূর্ণ মুক্ত হলেই খালেদা জিয়ার রাজনীতিতে ফেরা নিয়ে চিন্তা করবে বিএনপি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।
ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ লুটপাট আর পাচার করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণকে কষ্টে রেখে সরকার উৎসবে মেতেছে।
ভারতের আদানি গ্রুপের কাছে থেকে চড়া মূল্যে জ্বালানি কেনার বিষয়ে এ সময় সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই। যার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এম জি