ফরিদপুরের সালথায় ঘরের আড়ার সঙ্গে মারিয়া আক্তার ওরফে মাবিয়া (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাবিয়া এলাকার হাফিজুল শেখের স্ত্রী।
এলাকাবাসী জানায়, মাবিয়ার স্বামী হাফিজুল শেখ ৯ মাস আগে কাজের জন্য দুবাইতে যান। এই সুযোগে মাবিয়া তার চাচাত ননদের স্বামী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মফিউদ্দীন মুন্সীর ডাঙি গ্রামের বাসিন্দা তিন সন্তানের জনক কাইয়ুমের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এ সুযোগে প্রেমিক কাইয়ুম তাদের একান্ত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। পরে তিনি মাবিয়ার স্বামীর কাছে সেগুলো পাঠিয়ে দেওয়ার কথা বলে ওই গৃহবধূকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে থাকেন। বিষয়টি নিয়ে মাবিয়ার পরিবারে পারিবারিক কলহ লেগেই থাকতো। এই নিয়ে এলাকায় কয়েক বার সালিশও হয়েছে। এরই জের ধরে সোমবার রাতের কোনো এক সময়ে বাবার বাড়ির বসতঘরের একটি রুমের মধ্যে আড়ার সঙ্গে রশি দিয়ে মাবিয়া আত্মহত্যা করেন।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে সালথা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।
এম জি