ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৪২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জেনেক্স ইনফোসিসের ৩১ লাখ ৭২ হাজার ৯৭৯টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৯ কোটি ২২ লাখ টাকা।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের ২৪ কোটি ০৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের লেনদেন হয়েছে ২১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার।
সোমবার লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর হচ্ছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, সি পার্ল হোটেল, সোনালী পেপার, আমরা নেটওয়ার্কস, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং জেমিনি সি ফুড লিমিটেড।
এনজে