২৭ শতাংশ কমেছে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-০১ ০৯:৪৯:২৭
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধকে কেন্দ্র করে ২০২২-২৩ বিপণন মৌসুমের এখন পর্যন্ত ইউক্রেনের খাদ্যশস্য রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লাখ টনে। শস্য সংগ্রহের পরিমাণ কমে যাওয়া এবং যুদ্ধের কারণে সৃষ্ট লজিস্টিকস জটিলতা রফতানি কমার পেছনে দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনে শস্যের বিপণন মৌসুম শুরু হয়েছে গত বছরের জুলাইয়ে। এ বছরের জুনে তা শেষ হবে। মৌসুমের আট মাসে দেশটি ১ কোটি ৮০ লাখ টন ভুট্টা, ১ কোটি ১২ লাখ টন গম ও ২০ লাখ টন যব রফতানি করেছে। গত মৌসুমের একই সময় মোট শস্য রফতানির পরিমাণ ছিল ৪ কোটি ৩৫ লাখ টন। মন্ত্রণালয় জানায়, ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটি ৪৭ লাখ টন খাদ্যশস্য রফতানি করে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৫০ লাখ ৪০ হাজার টন।
প্রসঙ্গত, রাশিয়ার হামলার কারণে গত বছর ছয় মাস কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি বন্ধ ছিল। জুলাইয়ে জাতিসংঘের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি চুক্তি হলে রফতানি আবারো চালু হয়। কিন্তু এখনো সেটি যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরতে পারেনি।
এনজে