এশিয়ায় বাড়তির দিকে কয়লার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-০১ ১০:৫৬:৩৬
ভারত সরকার দেশটিতে জ্বালানি সংকট এড়াতে কয়লা উত্তোলন বাড়াচ্ছে। এ লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। পাশাপাশি আমদানি বাড়াতেও উৎসাহিত করা হচ্ছে। ফলে এশিয়ার বাজারে তাপীয় কয়লার বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। খবর রয়টার্স।
বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ কয়লা আমদানিকারক দেশ। বিদ্যুৎ উৎপাদনের জন্যই দেশটি বেশির ভাগ কয়লা আমদানি করে। চলতি অর্থবছর আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৯ কোটি ২০ লাখ টনে। এর মধ্যে ৬৬ শতাংশ ব্যবহার হয়েছে বিদ্যুৎ উৎপাদনে।
ভারতের ঊর্ধ্বমুখী আমদানির কারণে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হচ্ছে এশিয়ার বাজারে। পণ্যের দাম পর্যবেক্ষক ও বিশ্লেষক সংস্থা আরগাসের হিসাব অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ইন্দোনেশিয়ান ৪ হাজার ২০০ কিলোক্যালরি (প্রতি কেজিতে) তাপমানসমৃদ্ধ নিম্ন গ্রেডের কয়লার বাজারদর বেড়ে টনপ্রতি ৭৩ ডলার ৪২ সেন্টে উন্নীত হয়েছে। আগের সপ্তাহের তুলনায় পণ্যটির দাম ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ওই সময় প্রতি টনের মূল্য ছিল ৬৮ ডলার ১৮ সেন্ট, যা ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন।
এ গ্রেডের কয়লা মূলত চীন ও ভারত ক্রয় করে। চীন এসব কয়লা স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি কাঁচামাল হিসেবে ব্যবহার করে। অন্যদিকে ভারত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উচ্চ গ্রেডের কয়লার তুলনায় সাশ্রয়ী হওয়ায় দেশটি ইন্দোনেশিয়া থেকেই স্বল্প দামে জ্বালানিটি আমদানিতে জোর দিচ্ছে। এদিকে সাম্প্রতিক মাসগুলোয় নতুন মোড় নিয়েছে বাণিজ্যপ্রবাহ।
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এশিয়ার বাজারে কয়লা রফতানি বাড়িয়েছে। এক্ষেত্রে দেয়া হচ্ছে ব্যাপক মূল্যছাড়, যার সুযোগ নিচ্ছে ভারত ও চীন। এমনকি সাম্প্রতিক মাসগুলোয় ভারতের ক্রেতারা ইন্দোনেশিয়ান নিম্ন গ্রেডের কয়লার পরিবর্তে রাশিয়া থেকে কম দামে জ্বালানিটি আমদানি করতে পছন্দ করছে। ইন্দোনেশিয়ান কয়লার দাম বেড়ে যাওয়া এর পেছনে ভূমিকা রাখছে।
এনজে