বাগেরহাটে স্কুলছাত্র রাজু হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন সোমবার দুপুরে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাট শহরের সরুই এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার, নাগেরবাজারের রিপন চৌধুরীর ছেলে শামীম চৌধুরী ও খারদ্বার গ্রামের মুন জাহেরের ছেলে জামাল শেখ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে জামাল শেখ পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৯ জুন বিকেলে বাগেরহাট সরকারি পিসি কলেজ সংলগ্ন ব্রীজের নিকট স্কুলছাত্র রাজুকে আসামিরা ধরে নিয়ে ছুরিকাঘাত করে খুন করে। এ ঘটনায় স্কুলছাত্র রাজুর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে সাতজনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।
ঘটনার তিন মাস পর ২২ সেপ্টেম্বর বাগেরহাট সদর থানার এসআই জয়নাল আবেদীন তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।
মামলার দীর্ঘ কার্যক্রম ও সাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।
সানবিডি/ঢাকা/আহো