বিমা দাবি নিষ্পত্তিতে অ্যাওয়ার্ড পেল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০৩-০১ ১৯:৪৬:৪৪


বিমা দাবি নিষ্পত্তিতে সাফল্যের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বুধবার (১ মার্চ) জাতীয় বিমা দিবস ২০২৩ উপলক্ষ্যে অর্থমন্ত্রণালয় এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের থেকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার গ্রহণ করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ফারজানা চৌধুরী। এসময় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির সার্বিক অগ্রগতি ও উন্নয়নের জন্য বিমার প্রয়োজনীয়তা অনুধাবন করে ২০২০ সাল থেকে ১ মার্চকে বাংলাদেশের জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করেন এনং সেই থেকে প্রতি বছর এদিনে পালিত হচ্ছে জাতীয় বিমা দিবস। ২০২০ সাল থেকে এই দিনে, বিশিষ্ট বিমা ব্যক্তিত্ব এবং বিমা প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর এই জাতীয় প্ল্যাটফর্মে বিমা খাতে তাদের অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এবছর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ছাড়াও আরো তিনটি বিমা প্রতিষ্ঠান এই বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে।

এএ