রয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৩-০৩-০৩ ১৬:০৩:১৩

টস জিতে বল করতে নামা বাংলাদেশ দলকে প্রথম ব্রেক থ্রু দেন ডানহাতি পেসার তাকসিন আহমেদ। শান্তর দুর্দান্ত ক্যাচে ফিরে যান ইংলিশ ওপেনার ফিল সল্ট। এরপর ডেভিড মালান ও জেসন ভিন্সকে একশ’র মধ্যে তুলে নেয় বাংলাদেশ। তবে ওপেনার রয় সেঞ্চুরি করে খেলছেন।
ইংল্যান্ড ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা জেসন রয় ১০৪ বলে ১০০ রান করে খেলছেন। ১২টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। তার সঙ্গী জস বাটলার ২৯ রানে খেলছেন।
এর আগে ফিল সল্ট ৭ করে আউট হয়েছেন। ডেভিড মালান ১১ রান করে মিরাজের বলে ফিরেছেন। ভিন্সকে তুলে নিয়েছেন তাইজুল।
সিরিজ বাঁচানোর ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ।
ইংল্যান্ডের পেস বোলিং আক্রমণে এসেছে দুই পরিবর্তন। ক্রিস ওকসের জায়গায় পেস অলরাউন্ডার স্যাম কারেন এবং জোফরা আর্চারে জায়গায় খেলছেন শাকিব মাহমুদ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেসন ভিন্সি, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












