[caption id="attachment_13329" align="alignleft" width="300"] Gold bars[/caption]
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইট থেকে ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। দুবাই থেকে আসা এক যাত্রীর চার্জার লাইট কেটে মঙ্গলবার শুল্ক গোয়েন্দারা প্রায় ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারগুলো উদ্ধার করে। এ ঘটনায় শাহাদাত মিয়া নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দারা জানায়, শাহাদাত দুপুর ১২ টায় ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৮৩ ফ্লাইটে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে লাগেজ বেল্টের সামনে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা দুইটি চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে প্রতিটি ১০ তোলা ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দারা জানান, আমদানি অনুমতিপত্র না থাকায় স্বর্ণগুলো জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের মামলা দেয়া হবে বলেও জানান শুল্ক গোয়েন্দারা।
সানবিডি/ঢাকা/আহো