কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম (৪২) নামে এক ডাকাত সর্দ্দার ও চরমপন্থি সংগঠনের আঞ্চলিক নেতা নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের হাউজিং সংলগ্ন ফাঁকা মাঠের কাছে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত আমিরুল কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে।
বন্দুকযুদ্ধের এ ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের হাউজিং ফাঁকা মাঠের কাছে একদল ডাকাত সড়কের উপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে সড়কের নিচে হাউজিং মাঠে গুলিবিদ্ধ আমিরুলকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, নিহত আমিরুল ডাকাত দল ও চরমপন্থি সংগঠন গণবাহিনীর আঞ্চলিক নেতা ছিল। তার বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণসহ ৭টি মামলা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস