ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে শেষ ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। কিন্তু প্রথম ওভারেই আউট হয়ে যান লিটন দাস। তার পথ ধরে অধিনায়ক তামিমও ফিরলেন সাজঘরে। ফলে জোড়া উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ।
সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। তবে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। চলতি সিরিজে লিটনের ব্যাটিং ইনিংসে যথাক্রমে ৭, ০ ও ০।
এরপর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। ক্রিস ওকসের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে এক রান নেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। এরপর শান্ত পরের পাঁচ বল ডট দেন। তৃতীয় ওভারে কারানের প্রথম তিন বল শুরু হয়েছিল এভাবে — ৪, ৫, ৪। প্রথম বলে তামিম চার মারার পর নাজমুল হোসেন মেরেছিলেন আরেক চার, মাঝে ওভারথ্রোয়ে এসেছিল ৫ রান।
তবে সে ওভারের শেষ বলে তামিম ইকবালকে ফেরালেন কারেন। প্যাডের ওপর থেকে ফ্লিক করতে গিয়ে লিডিং-এজড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক, পয়েন্টে সহজ ক্যাচ গেছে জেমস ভিন্সের কাছে। শুরুতেই আরেকবার এলোমেলো বাংলাদেশের ব্যাটিং, ৩ ওভারের মধ্যেই নেই দুই ওপেনার। দুজনই কারানের শিকার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান। ব্যাট হাতে শান্ত ৮ ও মুশফিকুর রহিম ১৩ রানে অপরাজিত আছেন।
আই এইচ