আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতই জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৩-০৬ ১৬:৫৯:২৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় বিএনপি জামায়াতের সমর্থকরাই জড়িত। গ্রেফতারকৃত এক বিএনপি নেতা জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মন্ত্রী বলেন, পঞ্চগড়ে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাধীনতা দিবস ও ২৫শে মার্চ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পঞ্চগড়ে প্রতিবারই কাদিয়ানিরা ধর্মীয় অনুষ্ঠান করে। তবে এবার তারা কেনো এত মারমুখী হলো তা খতিয়ে দেখা হবে। এই ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসাথে আইন-শৃঙ্খলা বাহিনীর দায় কতটা আছে তাও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
এসময় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













