বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৬ ১৭:৩৯:২৫
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এর মধ্যে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা হলেও দুই দল একবারও মুখোমুখি হয়নি টেস্ট ফরম্যাটে। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে দলটি।
এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সঙ্গে সঙ্গে একটি টেস্ট ম্যাচও খেলবে দল দুটি। আর টেস্ট ফরম্যাটে স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে আসবে অ্যান্ডি বালবির্নি-হ্যারি টেক্টররা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১২ মার্চ ঢাকায় আসবে আইরিশরা।
মূল সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। তবে আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।
১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দল দুটি। এরপর ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২৩ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হবে। সিরিজের সবগুলো ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৭ মার্চ। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৯ এবং ৩১ মার্চ। পুরো টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর ৪ এপ্রিল সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। এ ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে আইরিশদের বাংলাদেশ সফর।
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৮ মার্চ | প্রথম ওয়ানডে | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
২০ মার্চ | দ্বিতীয় ওয়ানডে | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
২৩ মার্চ | তৃতীয় ওয়ানডে | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
২৬ মার্চ | প্রথম টি-টোয়েন্টি | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২৮ মার্চ | দ্বিতীয় টি-টোয়েন্টি | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
৩০ মার্চ | তৃতীয় টি-টোয়েন্টি | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
৪-৮ এপ্রিল | একমাত্র টেস্ট | শেরে-ই- বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা |
আই এইচ