গত কিছু দিন থেকে সামাজিক মাধ্যমের বিভিন্ন নিউজ পোর্টালে শহীদ আফ্রিদির মেয়ে মৃত্যুবরণ করেছে বলে গুজব ছড়ানো হচ্ছে। এই মাসের প্রথমে জানানো হয়েছিল, আফ্রিদির মেয়ে আসমারা ক্যান্সারে আক্রান্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেয়ের অসুস্থতার কথা সকলের জানা অনেক আগে থেকে। তাই মৃত্যুসংবাদও অনেকে সত্য বলে মনে করেছেন। শুধু তাই নয়, শিশুর কাফন পড়া এক ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
আরও একটি ছবি দেখা যায়, যেখানে শহীদ আফ্রিদি লাশ বহন করার খাট নিয়ে যাচ্ছেন। সেই ছবিটি শহীদ আফ্রিদির বাবার লাশের জানাজা পড়ানোর সময় তোলা হয়েছিল। কিন্তু অযথা ভ্রান্ত খবর ছড়ানো হচ্ছে।
বর্তমানে আফ্রিদি ওমরাহ্ পালন করার জন্য সৌদি আরবে অবস্থান করছেন। বর্তমানে হাজার হাজার অনলাইন পোর্টাল রয়েছে, যার মাঝে অনেকে ব্যবসা করার লোভে ভুল খবর দিতেও পিছপা হয় না। তাই, পাঠকদের উচিৎ অযথা ভ্রান্ত না হয়ে অন্তত ভেরিফাইড করা পেজগুলো অনুসরণ করা।
সানবিডি/ঢাকা/এসএস