৩৪ দশমিক ৫ শতাংশ কমেছে পাকিস্তানে তুলা আমদানি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৮ ০৯:৪০:০০
গত এক বছরে পাকিস্তানে ৩৪ দশমিক ৫ শতাংশ কমেছে কমেছে তুলা আমদানি। সম্প্রতি পাকিস্তান কটন জিনারস অ্যাসোসিয়েশন (পিসিজিএ) প্রকাশিত নথি সূত্রে এ তথ্য জানা গেছে।
এই প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ মার্চ পর্যন্ত পাকিস্তানে গত এক বছরে মোট তুলা আমদানি হয়েছে ৪৮ লাখ ৭৫ হাজার বেল (১ বেল=৪৮০ পাউন্ড)। অন্যদিকে গত বছরের একই সময়ে আমদানি হয়েছিল ৭৪ লাখ ৪২ হাজার বেল। সে হিসাবে এ বছরে ২৫ লাখ ৬৭ হাজার বেল অর্থাৎ ৩৪ দশমিক ৫ শতাংশ আমদানি কমেছে।
আমদানি কমার প্রধান কারণ পাকিস্তানে আকস্মিক বন্যা। বন্যার কারণে দেশটির কৃষিজমি অনেক কমে গেছে । বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টেক্সটাইল শিল্পের কাঁচামাল হিসেবে তুলা আমদানি করে পাকিস্তান। দেশটির বৈদেশিক মুদ্রা সংকট ও তুলা আমদানি কমে যাওয়ায় এ শিল্প তথা অর্থনীতির জন্য উদ্বেগজনক। দেশটিতে এখন রিজার্ভ মুদ্রা রয়েছে ৩০০ কোটি ৮১ লাখ ডলার, যা দিয়ে মাত্র এক মাসের আমদানি চাহিদা পূরণ সম্ভব। পিএসজিএর তথ্যানুযায়ী, সিন্ধু থেকে তুলা আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। ১ মার্চ পর্যন্ত রাজ্যটিতে তুলা আমদানির পরিমাণ ছিল ১৮ লাখ ৭৯ হাজার বেল।
এনজে