রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হলের সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক ও গালিগালাজ করে মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই হলের ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। প্রায়ই এরকম দুর্ব্যবহার ও জোর করে থাকে বলে ওই হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে রাবি অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে মিছিল যোগ দিতে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক ও দুর্ব্যবহার করা হয়েছে বলে ওই হলের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই হলের এক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা সব মিছিল-মিটিংয়ে আমাদের জোর করে নিয়ে যায়। তারা যখন মিছিলে যাওয়ার জন্য ডাকতে আসে তখন তারা উদ্ধতভাবে অশোভন আচরণ করে। রুমে এসেই বলতে শুরু করে, ‘আই আই বাইর হ বাইর হ’। অনেক সময় দরজায় লাথি, গালিগালাজ করে জোরপূর্বক মিছিলে যেতে বাধ্য করা হয়। তারা সিনিয়র, জুনিয়র মানে না। সবাইকেই তুই তুই করে বলে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এ শিক্ষার্থী আরো বলে, ‘আজকেও তারা শিক্ষার্থীদের জোর করে নিয়ে গেছে। আমাদের শিক্ষক হত্যার প্রতিবাদে আমরা তো স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করব। আমাদের ডাকার প্রয়োজন নাই। কিন্তু যাদের পরীক্ষা কিংবা অন্য কোনো ব্যস্ততা আছে তারা হলে আছে। কিন্তু তাদের সঙ্গেও বাজে ব্যবহার করা হচ্ছে। জোর করে মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে।’
এ বিষয়ে সৈয়দ আমীর আলী হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হোসেন বলেন, ‘আমরা কোনো সাধারণ শিক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। কাউকে জোর করে মিছিলে ডাকা হয়নি।’
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস