আকরিক লোহার দাম কমেছে
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৩-০৯ ১৭:০৯:০২
আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম কমেছে। গত ফেব্রুয়ারিতে চীনে ভোক্তা মূল্যস্ফীতি মন্থর হয়েছে। সেই সঙ্গে নির্মাণ ইস্পাত পণ্যের লেনদেনের পরিমাণও সংকুচিত হয়েছে। আগামী দিনে সেসব আরও কমার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ফলে শক্ত ধাতুটির দর হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, এক বছর আগের চেয়ে গত মাসে চীনের ভোক্তা মূল্য সূচক ছিল ১ শতাংশ বেশি। জানুয়ারিতে যা ছিল ২ দশমিক ১ শতাংশ। ২০২২ সালে করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটি। তা সত্ত্বেও ভোক্তারা সতর্ক থেকেছেন।
অন্যদিকে, চীনের নির্মাণ ইস্পাত পণ্যের দৈনিক লেনদেনের পরিমাণ ৮ মার্চ পর্যন্ত ২২ দশমিক ১ শতাংশ কমেছে। এখন সেটা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৭৯ টনে।
বৃহস্পতিবার (৯ মার্চ) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার সরবরাহ চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ১৬ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৯০৯ ইউয়ান বা ১৩০ ডলার ৫২ সেন্টে।
এম জি