সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা হারুন-অর রশিদকে জেরা শেষ হয়েছে।
আগামী ৫ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন।
আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া অসুস্থতার কারণ দেখিয়ে খালেদা জিয়ার পক্ষে আদালতে সময়ের আবেদন জানান। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষীকে জেরা করার আদেশ দেন। খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী আব্দুর রেজ্জাক খান জেরা করেছেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক মামলা দায়ের করে। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করে।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৯ মার্চ মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩।