ওয়াশিংটনে ফোবানার ৩০তম সম্মেলন আগামী লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণ ও পারফর্ম করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
এজন্য নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার, ই-মেইল ঠিকানা, নাচ, গান, একক, দ্বৈত, দলীয়, লাইভ অথবা ট্রেক ইত্যাদি সকল তথ্য washingtonfobana2016@gmail.com এ পাঠাতে হবে।
ফোবানার স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর, কনভেনার এটিএম আলম ও মেম্বার সেক্রেটারি নুরুল আমিন বলেন, নির্ধারিত তারিখের মধ্যে নিবন্ধিত শিল্পী ও সংগঠনের তথ্য যাচাই-বাছাই করে ৩০তম ফোবানা সম্মেলনে নির্বাচিত শিল্পী ও সংগঠনকে পারফর্ম করার সুযোগ দেওয়া হবে। শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের রেজিষ্ট্রেশন সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান আবু রুমির (৭০৩-৮৬১-১৬০৬) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো