যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কারখানা কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করে দেন।
যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মাহবুবা সুলতানা জানান, দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার রিয়াক্টার বাল্বের আউটলেটে লিকেজ দেখা দেয়ায় সার উৎপাদনে সমস্যা হচ্ছিলো। তাই সন্ধ্যা ৬টার দিকে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে।
কারখানার ত্রুটি মেরামত করে পুনরায় সার উৎপাদনে যেতে আরো ২/৩ দিন সময় লেগে যেতে পারে বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো