হাতি শিকার বন্ধ করতে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে কেনিয়া। সেখানে বিপুল পরিমাণ হাতির দাঁত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাও এই পদক্ষেপে অংশ নেন। খবর বিবিসির।
বেশ কয়েকদিনের এই কার্যক্রমে নাইরোবির জাতীয় পার্কে হাতির দাঁত পুড়িয়ে ধ্বংস করা হবে। প্রায় ১শ` টনের বেশি হাতির দাঁত পুড়িয়ে ধ্বংস করা হবে। প্রায় ছয় হাজার ৭শ` হাতি থেকে এসব দাঁত সংগ্রহ করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।
দেশটিতে অনুষ্ঠিত আফ্রিকান নেতাদের বৈঠকের পরপরই হাতির দাঁত পুড়িয়ে ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করা হয়। দাঁত সংগ্রহের জন্য হাতি হত্যার কারণে আফ্রিকার হাতি বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
তবে কেনিয়ার এই কার্যক্রমকে ভুল বলে উল্লেখ করেছেন অনেকেই। কেননা এই বিপুল পরিমান হাতির দাঁত ধ্বংস করার ফলে এর মূল্য আরো বেড়ে যেতে পারে। এতে দাঁত সংগ্রাহকারীরা আরো বেশি করে এই অপরাধে লিপ্ত হতে পারে।