ইংরেজিসহ বিশ্বের প্রায় ১০০টি ভাষার শব্দ, বাক্য এবং ওয়েব পেইজ অনুবাদ করার ফ্রি পরিষেবা গুগল ট্রান্সলেটের ১০ বছর পূর্তি হয়েছে। ১০ বছর পুর্তিতে গুগল ট্রান্সলেটের প্রোডাক্ট প্রধান বারাক তারোভস্কি গুগলের অফিশিয়াল ব্লগে লেখেন, ‘ভাষার বাঁধাকে ভেঙ্গে দিয়ে পৃথিবীটাকে আরও অভিগম্য করাই আমাদের লক্ষ্য। আর তাই ২ ভাষার থেকে এখন ১০৩টি ভাষায় অনুবাদের সমর্থণ দিয়ে যাচ্ছি আমরা।
১০ বছরের দীর্ঘ সফরে গুগল ট্রান্সলেট অনুবাদের মাধ্যমে মানুষের মাঝে সংযোগ স্থাপনে সহায়তা করেছে। তারোভস্কি জানান, বিশ্বজুড়ে অন্তত ৫০০ মিলিয়ন ইন্টারনেট ইউজার গুগল ট্রান্সলেট ব্যবহার করেন। তবে সাধারণত ইংরেজি থেকে স্পেনীয়, আরবী, রুশ, পর্তুগীজ এবং ইন্দোনেশীয় ভাষার অনুবাদ বেশি হয়ে থাকে।
প্রতিষ্ঠানটি প্রত্যেকদিন প্রায় ১০০ বিলিয়ন শব্দ অনুবাদ করছে। ‘আই লাভ ইউ’ এর সাধারণ বাক্য থেকে শুরু করে মানুষজন এখন বিভিন্ন অনুষ্ঠান এবং ট্রেন্ডের উপর অনুবাদ করে থাকে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
সানবিডি/ঢাকা/এসএস