তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে সেই ভারত পাত্তাই পেল না। রোববার বিশাখাপত্তমে কোহলি-রোহিতদের ১০ উইকেটে উড়িয়ে সিরিজে ১-১ সমতা এনেছে সফরকারী অস্ট্রেলিয়া।
টস হেরে আগে ব্যাট করতে নেমে মিচেল স্টার্ক আর শেন অ্যাবোটদের তোপে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শামি-সিরাজদের ওপর ঝড় বইয়ে দেন অস্ট্রেলিয়ান দুই ওপেনার হেড ও মার্শ। ৫০ ওভারের ম্যাচ অস্ট্রেলিয়া জেতে মাত্র ১১ ওভারে। ম্যাচ সেরা মিচেল স্টার্ক।
ভারতের ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেন বিরাট কোহলি। অক্ষর প্যাটেল ২৯*, রবীন্দ্র জাদেজা ১৬, অধিনায়ক রোহিত শর্মা ১৩ রান করেন। বাকিরা কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। বল হাতে পাঁচ উইকেট নেন অজি পেসার মিচেল স্টার্ক। শন অ্যাবোট তিনটি, নাথান ইলিস দুটি উইকেট নেন।
১১৮ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়া কোনো উইকেট হারায়নি । ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জয় পাইয়ে দেন দুই ওপেনার। ৩০ বলে ১০ চারে ৫১ রানে অপরাজিত থাকেন ট্রাভিস হেড। ৩৬ বলে সমান ছয়টি করে চার ও ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন মিচেল মার্শ। আগামী ২২ মার্চ চেন্নাইয়ে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
আই এইচ