আগামী রমজান মাসে বিমা অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রমজান মাস উপলক্ষে এই সূচি কার্যকর হবে আগামী ১ রমজান থেকে। স্বাভাবিক সময় বিমা কোম্পানির অফিস চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
রোববার (১৯ মার্চ) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। আইডিআরএর পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত চিঠি দেশের বিমা কোম্পানির প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়।
আইডিআরএর নির্দেশনায় বলা হয়, রমজান মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে বিমা কোম্পানির অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এসময়ের মধ্যে যোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট (দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত)। এই সংক্রান্ত চিঠি সব জীবন এবং সাধারণ বিমা কোম্পানির সিইও ও চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর অফিসের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে।
এম জি