বলিউডের মি. পারফেকশনিস্ট হিসেবে পরিচিত সুপারস্টার আমির খান। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘দঙ্গল’র শুটিং নিয়ে। তবে এরই মাঝে আমিরের ম্যানেজার জানিয়েছেন একটু নতুন খবর। দঙ্গলের মুক্তির পরপরই আরেকটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন আমির খান।
আমিরের ম্যানেজারের পরিচালনায় আসতে যাচ্ছে একটি নতুন ছবি। যার নাম ‘সুপারস্টার সিক্রেট’। ছবিটির গল্পও ঠিকঠাক করা হয়ে গেছে বলে জানিয়েছেন ম্যানেজার আদ্ভিত চন্দন। শিশু কেন্দ্রিক চরিত্রের এ গল্প মূলত সাজানো হয়েছে একজন মা ও তার কিশোর ছেলেকে নিয়ে।
এর আগেও ‘তারে জামিন পার’র মতো শিশু কেন্দ্রীক ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা থাকায় আমিরকেই আদর্শ মানছেন পরিচালক চন্দন।
তিনি আরো জানান আগামী মাসেই মুম্বাইয়ে বোধধারা শুটিং স্পটে শুরু হবে ছবির কাজ। এই ছবি দিয়েই চলচ্চিত্র পরিচালনায় নামছেন আমির খানের।
সানবিডি/ঢাকা/আহো