মুশফিক ঝড়ের পর সিলেটে বৃষ্টি, খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-২০ ১৯:১৬:১৯


আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রেকর্ড ৩৪৯ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। তবে মুশফিকের ঝোড়ো ইনিংসের পরেই সিলেটে হানা দিয়েছে বৃষ্টির বাগড়া।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আইরিশদের সামনে ৩৫০ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে তামিম ইকবালের দল।

মুশফিকুর রহিম ১৪ চার ও ২ ছক্কায় ৬০ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া লিটন দাস ৩ চার ও সমান ছক্কায় ৭১ বলে ৭০ রান। ৭৭ বলে ৭৩ রান করেন নাজমুল হোসেন শান্ত। তাওহিদ হৃদয় ৩৪ বলে ৪৯ রান করেন।

তবে টাইগারদের ইনিংস শেষ হওয়ার পর পরই বৃষ্টি শুরু হয়েছে। তাই কাভারে ঢাকা হয়েছে উইকেট। এরপর থেকে এই প্রতিবেদন লেখা অবধি বৃষ্টি পড়ছে।

অনুমতিভাবে খেলা শুরু হতে দেরি হচ্ছে। দ্বিতীয় ইনিংস শুরুর সময় হয়ে গেলেও বৃষ্টি থামছে না। স্থানীয় সময় ৬টা ২৮ মিনিট থেকে ওভার কাটা শুরু হওয়ার কথা ছিল। এখন চলছে সেটি।

ম্যাচে রাত ১১টা পর্যন্ত চলতে পারে, সেক্ষেত্রে ন্যূনতম ২০ ওভার খেলা হতে গেলে ম্যাচ শুরু হতে হবে প্রায় ৯-৪০ মিনিটের দিকে। এ মুহূর্তে বৃষ্টির তোপ বেড়েছে সিলেটে, আপাতত আশার খবর নেই কোনো।

আই এইচ