আসুস প্রাইম সিরিজের জেড৭৯০-এ মাদারবোর্ড বাজারে

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-২০ ২০:২৪:৫১


দেশে আসুস এর একমাত্র অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এসেছে আসুস প্রাইম সিরিজের জেড৭৯০-এ ওয়াইফাই মাদারবোর্ডটি। ১২ ও ১৩ জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর সমর্থন করবে এই মাদারবোর্ডটিতে।

মাদারবোর্ডটির ফর্ম ফ্যাক্টর এটিএক্স। প্রাইম জেড৭৯০-এ মাদারবোর্ডটি একটি পাওয়ার ইফিসিয়েন্ট মাদারবোর্ড। প্রসেসর নির্ভরশীল কাজ হউক কিংবা মেমোরি নির্ভরশীল কাজ স্মুথভাবে সম্পাদন করতে মাদারবোর্ডটিতে আছে ইন্টেল টার্বো বুস্ট ম্যাক্স টেকনোলজি ৩.০। আরো সঠিক পাওয়ার, দক্ষতা, স্থিতিশীলতা এবং পারফর্মেন্স ডেলিভার করতে এতে আছে ১৬+১ পাওয়ার স্টেজ। মাদারবোর্ডের পাওয়ার সেভিং ফাংশনটিতেও বেশ কয়েকটি সেটিংস রয়েছে, যা সহজেই পাওয়ার খরচ অপ্টিমাইজ করতে পারে এবং শক্তি সঞ্চয়কে সর্বাধিক করতে পারে।

কুলিং এর দিক থেকেও মাদারবোর্ডটি অসাধারণ। প্রাইম জেড৭৯০-এ ওয়াইফাই মাদারবোর্ডটিতে আছে একাধিক অনবোর্ড হিটসিঙ্ক এবং হাইব্রিড ফ্যান হেডার রয়েছে। এগুলো এমন ভাবে সাজিয়ে তৈরি করা যে তীব্র কাজের চাপেও আপনার রিগটি থাকবে ঠান্ডা এবং স্থিতিশীল। ডাটা ট্রান্সফার এর সময় ল্যাগ অথবা থ্রটলিং বন্ধ করতে স্টোরেজ সিস্টেমেও আছে হিটসিঙ্ক।

মাদারবোর্ডটি র‍্যাম আর্কিটেকচার ডুয়েল চ্যানেল এবং ডিডিআর৫ টেকনোলজি। আপনার পিসির টাস্ক প্রসেসিংকে আরো দ্রুততর করতে মাদারবোর্ডটিতে আছে আসুস এনহেন্সড মেমোরি প্রোফাইল ২। এই ফিচারটি আপনাকে দিবে ডিডিআর৫ এর সাধারণ গতি এর থেকেও ৩৭.৫% বেশি গতি। মাদারবোর্ডটিতে পিসিআইই ৫.০ এম.২ এসএসডি সাপোর্ট করবে। ফলে পূর্ববর্তি জেনারেশনের তুলনায় ডাবল দ্রুত গতিতে কাজ করা যাবে। এর ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-সি পোর্ট আপনাকে দিবে আপ-টু ২০ জিবি ডাটা ট্রান্সমিশন স্পীড। তাছাড়াও মাদারবোর্ডটি ওয়াইফাই ৬ই এবং ব্লুটুথ ভার্সন ৫.3 আছে।

ভালো এবং ক্লিয়ার শব্দের অভিজ্ঞতা দিতেও মাদারবোর্ডটিতে আছে বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার। আসুস এর অন্যান্য সিরিজের মাদারবোর্ড এর থেকে প্রাইম সিরিজের মাদারবোর্ডগুলোর দাম তুলনামূলক কম হয়ে থাকে। এই মাদারবোর্ড এর ক্ষেত্রেও টা ব্যতিক্রম নয়।

বাংলাদেশের বাজারে মাদারবোর্ডগুলোতে থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। মাদারবোর্ডটি নিয়ে আর বিস্তারিত জানতে অথবা কিনতে আজই যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে অথবা অনুমোদিত ডিলার হাউজে। বিস্তারিতঃ ০১৭১৩২৫৭৯৩৮, ০১৯৭৭৪৭৬৬০০।

এএ