বাড়ল স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৩-০৩-২১ ১৭:০৮:২৮

বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য চার হাজার টাকা বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স বিভাগ থেকে জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক মুদ্রিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুননির্ধারণ করা হয়েছে। যা আজ থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণদ্বারা প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৮৭ হাজার মাত্র পুনঃনির্ধারণ করা হলো। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধিজনিত কারণে স্মারক স্বর্ণমুদ্রার মূল্য বৃদ্ধি করা হয়েছে।
আই এইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













