ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে যশোরের ঝিকরগাছার পল্লীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মোশারফ হোসেন (৩৮) খুন হয়েছেন। সোমবার দুপুরের দিকে উপজেলার সাগরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন উপজেলার সাগরপুর গ্রামের আমীর আলীর ছেলে। এ ঘটনায় বিকেলের দিকে পুলিশ ঘাতক ঘাতক সোহারাব হোসেন ও তার শ্বাশুড়ি আইফুল বেগমকে আটক করেছে।
ঝিকরগার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহম্মেদ জানিয়েছেন, সকাল সাড়ে ১০ টার দিকে মোশারফ হোসেনের ছাগলে সোহারাব হোসেনের গাছ খায়। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার ছোট ভাই সোহারাব হোসেন শ্বশুরবাড়ি শ্রীরামপুর গ্রাম থেকে বেশ কয়েকজন সন্ত্রাসী ভাড়া করে এনে ধারালো বাটালি দিয়ে বুকে ও পিঠে আঘাত করে। এতে মোশারফ মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে বিকেলে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানিয়েছেন, এ ঘটনায় বিকেলের দিকে ঘাতক সোহারাব হোসেন ও তার শ্বাশুড়ি আইফুল বেগমকে আটক করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো