

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য গঠিত ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে এবার যুক্ত হয়েছে গরু মোটাতাজাকরণ খাত।
মঙ্গলবার (২১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে স্কিমের আওতায় ঋণ বিতরণের মাসিক বিবরণী পরবর্তী মাসের ৭ কর্মদিবসের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখিত সার্কুলারে বর্ণিত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা প্রদান করা হয়েছে ।
গত নভেম্বরে বৈশ্বিক খাদ্য সংকট পরিস্থিতিতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কৃষি খাতে কম সুদে ঋণ বিতরণ করতে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করে বাংলাদেশ ব্যাংক।
এ স্কিমের অধীনে, ব্যাংকগুলো ০.৫ শতাংশ সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে তহবিল নিয়ে কৃষকদের ৪ শতাংশ সুদে ঋণ দেবে। তিন মাস গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৮ মাসে ঋণ পরিশোধ করতে পারবেন চাষীরা।
আই এইচ