গেইনারে প্রকৌশল খাতের ২ কোম্পানি

প্রকাশ: ২০১৫-১০-১৮ ১৬:৪০:২০


bsrm1ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনারের তালিকায় অবস্থান করছে প্রকৌশল খাতের ২ কোম্পানি। কোম্পানি ২টি হচ্ছে- বিএসআরএম স্টিলস লিমিটেড এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গেইনারে অষ্টম স্থানে রয়েছে বিএসআরএম স্টিলস লিমিটেড। এদিন এ কোম্পানির শেয়ারের দর বেড়েছে  ১ টাকা ৯ পয়সা বা ২ দশমিক ০৭ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ৯৩ টাকা ৯০ পয়সা দরে। এদিন ২ হাজার ২১৭ বারে কোম্পানির ১৯ লাখ ১১ হাজার ১৮৬টি শেয়ার লেনদেন হয়।

গেইনারের নবম স্থানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৪ পয়সা বা ২ শতাংশ। আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন ১২২ টাকা ৩০ পয়সা দরে। এদিন ১ হাজার ৬০১ বারে কোম্পানিটির ৫ লাখ ৯৮ হাজার ৯৫২ টি শেয়ার লেনদেন হয়।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-  ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইপিডিসি), ব্র্যাক ব্যাংক, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্টস বাংলাদেশ, বিএটিবিসি, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এশিয়া প্যাসিফিক  জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইস্টার্ন লুব্রিকেন্টস।