ইসলামী বিশ্ববিদ্যলয়ের ভিসি প্রফেসর ড: আব্দুল হাকিম সরকারের অপসারনের দাবিতে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যলয়ের বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের একাংশের শিক্ষক ও কর্মকর্তারা । মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যলয় সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যলয়ের ভিসি প্রফেসর ড: আব্দুল হাকিম সরকারের বিরূদ্ধে দূর্নীতির অভিযোগ এনে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যলয়ের বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের একাংশের শিক্ষক ও কর্মকর্তারা । আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যলয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের একাংশের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর ড. মামুনুর রহমানের সঞ্চলণায় বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের ঐ অংশের আহবায়ক প্রফেসর ড. মাহবুবুর রহমান ও শাপলা ফোরামের একাংশের সভাপতি প্রফেসর ড. কামাল উদ্দিন। উক্ত মানববন্ধনে উপস্থিত শিক্ষক কর্মকর্তারা ভিসি প্রফেসর ড: আব্দুল হাকিম সরকারের অপসারনের দাবি জানান।
এদিকে প্রোভিসি প্রফেসর ড: শাহিনুর রহমানের অপসারনের দাবিতে আগামিকাল বুধবার মানববন্ধনের ঘোষনা দেন বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের অপর অংশের শিক্ষকরা। আজ মঙ্গলবার সাংবাদিকদের পাঠানো কাছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
সানবিডি/তারিক/এসএস