নারায়ণগঞ্জের মদনপুর-মদনগঞ্জ সড়কে সামনের চাকা খুলে একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে বিপ্লব (২৪) নামে যুবক নিহত হয়েছেন। এসময় চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে বন্দরের ফরাজিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব নারায়ণগঞ্জ বন্দরের শুভকরদি এলাকার শরীফ মাস্টারের ছেলে ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের ভাতিজা। আহতদের বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাব তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপ্লব শহরের হৃদম প্লাজায় একটি কসমেটিকস দোকানের বিক্রয় কর্মী ছিলেন। মঙ্গলবার তিনি অন্যান্য যাত্রীদের সঙ্গে নারায়ণগঞ্জ খ-১১-৫০৪৯ নম্বরের সিএনজিচালিত অটোরিকশায় চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন।
অটোরিকশাটি ফরাজিকান্দায় পৌঁছালে সামনের চাকাটি খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি পাশের খাদে পড়ে গেলে ছয় যাত্রীরা আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/আহো