বাংলাদেশকে নতুন রেকর্ড গড়তে দিল না বৃষ্টি

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-২৭ ১৬:৪১:৩৮


আকাশে মেঘের উড়াউড়ি ছিল দীর্ঘ সময় ধরে। গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। তার মাঝেই আম্পায়াররা চালিয়ে গেছেন খেলা। তবে শেষ পর্যন্ত আর পারলেন না তারা। বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষ হওয়ার মাত্র ৩ বল আগে বৃষ্টির মাত্রা বাড়ে। যে কারণে দুই আম্পায়ার খেলা বন্ধের সিদ্ধান্ত নেন।

বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে। মাঠ ছাড়ার আগে টাইগার ব্যাটসম্যানরা তুলোধুনো করেছেন আয়ারল্যান্ডের বোলারদের। ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছিলেন তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের চতুর্থ ২০০ ছাড়ানো ইনিংস।

বৃষ্টিতে যখন খেলা বন্ধ হয় তখন টাইগারদের সামনে সুযোগ ছিল অতীতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটি ভাঙার। ২০১৮ সালে নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান তুলেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম সেদিন সর্বোচ্চ ৭২ রানের একটি ইনিংস খেলেছিলেন।

আজ সেই রান ছাড়িয়ে যেতে পারত বাংলাদেশ। শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলছিল বাংলাদেশ। লিটন দাস ও রনি তালুকদারে ব্যাটে শুরু হয়েছিল ঝড়। সেই ঝড় ছাড়িয়ে যেতে পারত রেকর্ডকে। তবে রেকর্ডের আগেই টাইগারদের থামিয়ে দিয়েছে বৃষ্টি।

এসময় ক্রিজে ২০ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও ৪ রান করে টিকেছিলেন মেহেদি হাসান মিরাজ।

আই এইচ