বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় তিন ক্রিকেটারের আইপিএলে যাওয়া। সাকিব-মুস্তাফিজের পাশাপাশি প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পেয়েছেন লিটন। তবে আইপিএল খেলতে যাওয়া নিয়ে বেধেছে বিপত্তি। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে দেশের খেলা শেষ করে যেতে হবে আইপিএলে, একই সুরে কথা বলেছেন টাইগারদের প্রধান কোচও।
সোমবার (২৭ মার্চ) ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে সাকিব ও লিটনের আইপিএলে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন মাশরাফি। দেশের তারকা এই ক্রিকেটার জানান, ভালো জায়গায় সুযোগ হওয়ার পরও বারবার আটকানো ঠিক হচ্ছে না। একই সঙ্গে মাশরাফি বোর্ডের সঙ্গে কথা বলে বিষয়টিকে সমাধান করার কথাও বলেন।
তিনি বলেন, বাংলাদেশের কী খেলা আছে এর মধ্যে? টেস্ট খেলা থাকলেও সেটা যদি ম্যানেজ করা যায় কাউকে দিয়ে তাহলে গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই। এদিকে তো আমরা অনেক খেলোয়াড়কে তাদের বদলে খেলাচ্ছি। খেলাচ্ছি না তা তো না।
সাকিব-লিটনরা যদি মন থেকে আসলেই যেতে চায় তাহলে তাদের যেতে দেওয়া উচিত বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ওদের যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক না। ওরা যদি মন থেকে যেতে চায় তাহলে হোয়াই নট? আয়ারল্যান্ডের সঙ্গে যেহেতু টেস্ট ম্যাচ আমার মনে হয়, আমাদের এটা ম্যানেজ করার সুযোগ আছে। বিশেষ করে টেস্ট ম্যাচে।
আইপিএলের এই ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে আলাপ করে সমাধান করার কথাও জানান মাশরাফি। দেশের অন্যতম সফল এই অধিনায়ক বলেন, যেতে চায় কি চায় না সেটা আলোচনা করার পর বলা যাবে। সাকিব-লিটনরা তাদের কথা বলবে, তারপর বোর্ড বোর্ডের কথা বলবে। এভাবে একটা আলোচনা হবে। আমরা মিডিয়ায় এতো কথা বলে লাভ নেই। একটা সমাধান তো হবে নিশ্চয়ই।
আই এইচ