ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কলাবাগান থানাধীন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন ওই শিক্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কয়েক দিন আগে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে। এ ছাড়া ওই ছাত্রীর পরিবার শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।