৬৯ বছর পর জার্মানিকে হারাল বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-২৯ ১০:৩০:১৭
৬৯ বছর পর জার্মানিকে হারালো বেলজিয়াম। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জার্মানদের ৩-২ গোলে হারিয়েছে ডি ব্রুইনা, লুকাকুরা।
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা ভুলে গত শনিবার প্রীতি ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল জার্মানি। পরের ম্যাচেই পথ হারিয়ে ফেললো হান্স ফ্লিকের দল।
কোলনে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই স্বাগতিক জার্মান সমর্থকদের স্তব্ধ করে দেয় বেলজিয়াম। ৬ মিনিটে ইয়ানিক কারাসকোর গোলে লিড নেয় দলটি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বেলজিয়াম। এবার ডি ব্রুইনার অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন রোমেলো লুকাকু।
প্রথমার্ধের শেষ দিকে এক গোল শোধ দেয় জার্মানি। ৪৪ মিনিটে স্পটকিক থেকে গোল করেন ফুলক্রুগ। তবে ৭৮ মিনিটে ডি ব্রুইনার গোলে ৩-১ গোলের লিড নেয় বেলজিয়াম। ৮৭ মিনিটে গ্যানাব্রি জার্মানির হয়ে আরও এক গোল শোধ দিলেও ৩-২ গোলের জয় পায় বেলজিয়াম।
এম জি