মুফতী আরিফ বিন হাবিব:
রাসূল (সা.) বলেছেন- বড় বড় দশটি আলামত দৃশ্যমান হওয়ার পরে কেয়ামত সংঘটিত হবে।
কেয়ামতের সংঘটিত হওয়ার পূর্বে যে আলামতগুলো দৃশমান হবে-
১। রাসূল (সা.) বলেন, একটা বড় ধরনের ধোঁয়া বের হবে।
২। দাজ্জালের আগমন ঘটবে । নবিজি (সা.) বলেছেন, দাজ্জালের চেয়ে ভয়ংকর সৃষ্টি আর নাই । দাজ্জাল পৃথিবীতে ৪০দিন অবস্থান করবে। সব নবী তার উম্মতদেরকে দাজ্জালের কথা বলেছেন। তিনি বলেন,দাজ্জাল হবে কানা। রাসূল (সা.) নামাজে আল্লাহর কাছে দাজ্জালের ফেৎনা থেকে পানাহ চাইতেন।
৩। সাফা-মারওয়া পাহাড়ের মাঝখান থেকে একটা প্রাণী বের হবে । প্রাণিটি মানুষের সঙ্গে কথা বলবে।
৪। সূর্য পশ্বিম দিক থেকে উঠবে।
৫। ঈষা (আ:) এর আগমন ঘটবে।
৬। ইয়াজুজ-মাজুজের আবির্ভাব ঘটবে।
৭। পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প সংঘটিত হবে।
৮। পশ্চিম দিকে একটা বড় ভূমিকম্প সংঘটিত হবে।
৯। আরব উপদ্বীপে ভয়ংকর একটা ভূমিকম্প হবে।
১০। বিশাল আকৃতির একটা অগ্নিকাণ্ড বের হবে। এটা মানুষকে ঘিরে নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত করাবে।
এনজে