হোমল্যান্ডের ১০৪ কোটি টাকা লোপাটের ঘটনা দুদককে তদন্তের নির্দেশ

আপডেট: ২০২৩-০৩-২৯ ১৭:৫৮:১৩


হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পরিচালনা পর্ষদ ১৩ জন গ্রাহকের ১০৪ কোটি টাকা গ্রাহককে প্রদান না করে তছরুপ ও আত্মসাতের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং দুদকের কাছে তদন্ত চেয়ে আবেদন করে। সেই আবেদন নিষ্পত্তির জন্য করা রীট শুনানি শেষে বুধবার (২৯ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ দুই সপ্তাহের রুল দিয়েছেন। একই সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও দুদককে দুই মাসের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ মারুফ ফাহিম, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। দুদকের পক্ষে আইনজীবী মো সাজ্জাদ হোসেন।

১৩ জন গ্রাহকের পক্ষে রীট আবেদনটি করেন আসমা বেগম। অন্য আবেদনকারীরা হলেন- রহিমা আখতার, নুরুল আলম, আইয়ুব আলী, আলেয়া বেগম, হাসিনা বেগম, মোহর জাহান নেসা, ফুলমতি বেগম, কামরুল হাসান, রাজ্জাক মন্ডল, সুফিয়া বেগম, শুকুর আলী শেখ, অসিত কুমার বারৈই ও রেসমা বেগম।

রীটে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মো. হান্নান মিয়াসহ কোম্পানীর ১৭ জন ও অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স বিভাগের সচিব, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চেয়ারম্যান ও দুদক চেয়ারম্যানকে রেসপন্ডেন্ট করা হয়েছে। মামলাটি আগামী ৪ জুন পরবর্তী শুনানির জন্য ধার্য করেছেন হাইকোর্ট।

এএ