টি-টোয়েন্টি উইকেট শিকারে বিশ্বসেরা সাকিব
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-২৯ ১৯:৩৭:১৭
টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেলেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে নিজের তৃতীয় ওভারেই পঞ্চম উইকেট তুলে নেন দেশসেরা অলরাউন্ডার। আর এতে করে নিউজিল্যান্ডের টিম সাউদিকে (১৩৪) ছাড়িয়ে গড়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। সাকিবের উইকেট এখন ১৩৬টি।
বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাট হাতে ২০২ রানের বড় সংগ্রহ গড়ার পর ফিল্ডিংয়ে নেমে আইরিশদের চেপে ধরে স্বাগতিক বোলাররা। বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সাকিব।
প্রথম দুই ওভারে তিন উইকেট পাওয়ার পর নিজের তৃতীয় ওভারে জোড়া আঘাত হেনেছেন সাকিব। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলটি ব্যাটে খেলতে পারেননি ডকরেল, সরাসরি তার প্যাডে আঘাত হানে। তাতে আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিও নেন সাকিব। ফলে আউট দিতে বাধ্য হন আম্পায়ার। একই ওভারের শেষ বলে সাকিবের আর্ম ডেলিভারীতে বোল্ড হয়েছেন ট্যাক্টর। এই ব্যাটারকে ২২ রানে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন সাকিব।
প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক ম্যাচে পাঁচ উইকেট শিকারের রেকর্ড এখন সাকিবের। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ডও নিজের করেছেন বাংলাদেশ অধিনায়ক।
১১৪ ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে এখন টি-টোয়েন্টি উইকেট শিকারির দিক দিয়ে সবার ওপরে সাকিব। ১৩৪ উইকেট নিয়ে দুইয়ে চলে গেছেন কিউই পেসার টিম সাউদি।
তবে ৫ উইকেট ও সাউদিকে পেছনে ফেললেও টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করতে পারেননি সাকিব। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট পেয়েছিলেন তিনি। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব ৫ উইকেট পেয়েছনে ২২ রান খরচায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৭ ওভারে ২০২/৩ (লিটন ৮৩, রনি ৪৪, সাকিব ৩৮*, হৃদয় ২৪, শান্ত ২*; ডেল্যানি ২-০-২৪-০, মার্ক অ্যাডায়ার ৪-০-৫২-১, হিউম ৩-০-৪৯-০, হ্যান্ড ১-০-১৯-০, হোয়াইট ৪-০-২৮-২, ট্যাক্টর ২-০-১৭-০, ক্যাম্পার ১-০-১০-০)
আয়ারল্যান্ড: ১৭ ওভারে ১২৫/৯ (স্টার্লিং ০, অ্যাডায়ার ৬, টাকার ৫, ট্যাক্টর ২২, ডেল্যানি ৬, ডকরেল ২, ক্যাম্পার ৫০, অ্যাডায়ার ৬, হ্যান্ড ২, হিউম ২০*, হোয়াইট ২*; তাসকিন ৪-০-২৭-৩, সাকিব ৪-০-২২-৫, নাসুম ৩-০-৩৭-০, মিরাজ ১-০-৯-০, হাসান ২-০-৬-১, মুস্তাফিজ ৩-০-২১-০)
ফল: বাংলাদেশ ৭৭ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান।
আই এইচ