আইএফআইসি ব্যাংকের নাম পরিবর্তন
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৪-০৩-১৭ ১২:২৭:৪৩
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে আইএফআইসি ব্যাংক পিএলসি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দেশের তফসিলি ব্যাংকের তালিকায় আইএফআইসি ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে আইএফআইসি ব্যাংক পিএলসি করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো.নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেয়া ক্ষমতাবলে ব্যাংকটির নাম পরিবর্তন করে আইএফআইসি ব্যাংক পিএলসি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
আই এইচ