এলএমইতে নিকেলের দাম বেড়ে তিন সপ্তাহের সর্বোচ্চে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-৩০ ০৯:৪০:৩১


লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) নিকেলের দাম বেড়ে তিন সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। কমতে থাকা মজুদ ও স্বল্পমেয়াদি বিনিয়োগ বাড়ার কারণে ধাতুটির বাজারদরে এমন উল্লম্ফন দেখা দেয়। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইতে বুধবার তিন মাস সরবরাহ চুক্তিতে লেনদেন হওয়া নিকেলের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২৪ হাজার ১০ ডলারে। কার্যদিবসের শুরুর দিকে প্রতি টনের মূল্য দাঁড়ায় ২৪ হাজার ৩১০ ডলারে, যা ৭ মার্চের পর সর্বোচ্চ। এর আগে টানা সাত সপ্তাহে ধাতুটির দাম প্রায় ২৮ শতাংশ কমেছে। মূলত ইন্দোনেশিয়া থেকে সরবরাহ বৃদ্ধি ও দুর্বল চাহিদার কারণেই দাম নিম্নমুখী ধারায় ছিল। গত সপ্তাহ থেকে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে।

এ বিষয়ে বাজার পরামর্শকরা জানান, আগামী দিনগুলোয় নিকেলের চাহিদা শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে ইন্দোনেশিয়া থেকে সরবরাহও বাড়ছে। ফলে বাজারে ভারসাম্য থাকবে, এমনকি বছর শেষে উদ্বৃত্তও থাকতে পারে।

অন্যদিকে এলএমইতে তিন মাসের সরবরাহ ‍চুক্তিতে লেনদেন হওয়ায় তামার দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৮ হাজার ৯৮৫ ডলার ৫০ সেন্টে। অ্যালুমিনিয়ামের দাম ১ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ৩৮৭ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে।

এনজে