গাছ থেকে পড়ে গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জার্জিস হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জার্জিস বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক (৪৮২) শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগস্বি গ্রামের আবদুস সামাদের ছেলে।
সমাজকর্ম বিভাগের সভাপতি জানান, ‘৮ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর জার্জিসের আজ মৃত্য হয়। লাশ নিতে আমি হাসপাতালে যাই। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মজসিদ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।’
সহপাঠীরা জানায়, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে শহীদ হবিবুর রহমান হলের সামনে গাছ থেকে ডাব পাড়ার জন্য গাছে ওঠেন জার্জিস। এ সময় গাছ থেকে পড়ে গেলে তার দুই পা ভেঙ্গে যায় এবং মাথায় বড় ক্ষতের সৃষ্টি হয়। পরে জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সে তাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে জার্জিস আইসিইউতে ভর্তি ছিলেন।
জার্জিসের মৃত্যতে বিভাগের চেয়ারম্যান ছাদেকুল আরেফিন মাতিন ও বিভাগের শিক্ষাক-শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো