আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশনে একাদশে এসেছে ২ পরিবর্তন।
অভিষেক হয়েছে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের। টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের তৃতীয় লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে খেলছেন তিনি। মেহেদি মিরাজকে বিশ্রাম দিয়ে তাকে একাদশে নেয়া হয়েছে।
এছাড়া পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে একাদশে নেয়া হয়েছে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াইয়ে নেমেছে দুই দল। শুক্রবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলাটি শুরু হবে।
প্রথম দুই ম্যাচে পাওয়া দাপুটে জয়ে সিরিজ আগেই নিশ্চিত হয়েছে টাইগারদের, এবার আরও একবার ধবলধোলাইয়ের পালা। আজ জিতে গেলে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার টানা ছয় জয়ের স্বাদ পাবে সাকিব আল হাসানের দল। সেই সাথে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার দুর্দান্ত এক রেকর্ডের সাক্ষীও হতে পারে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজ হার নিশ্চিত হলেও শেষ ম্যাচে জয় তুলতে মুখিয়ে আছে আইরিশরা।
প্রথম দুই ম্যাচের মতো এ খেলায়ও রয়েছে বৃষ্টির আশঙ্কা। সকালে চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টি হানা দিয়েছিল। এখনও আকাশে রয়েছে মেঘের ঘনঘটা।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।
আয়ারল্যান্ড একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেকটর, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলেনি, মার্ক অ্যাডায়ার, ফিউন হ্যান্ড, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।
এম জি