ঘরোয়া ফুটবলে প্রথম কোনো শিরোপা জয়ের ইতিহাস গড়ল চট্টগ্রাম আবাহনী। গত বছর অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাবকাপ ফুটবল টুর্নামেন্ট জিতেছিল দলটি। সেই ধারাবাহিকতায় এবার পঞ্চম স্বাধীনতা কাপে এসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলল তারা। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়েছে জাহিদ-রেজারা।
শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রাম আবাহনীর। ২ মিনিটে আক্রমণের সূচনা করে চট্টগ্রাম আবাহনী। বক্সের বাইরে থেকে শট নেন মরোক্কোর মিডফিল্ডার তারিক আল জানাবী। কিন্তু তার শট বা পোস্ট ঘেঁষে চলে যায় মাঠের বাইরে। ১৩ মিনিটে সুযোগ এসেছিল ঢাকা আবাহনীর। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন মিডফিল্ডার জুয়েল রানা। তার শট চলে গেছে ডান পোস্ট ঘেঁষে।
খেলার ২৫ মিনিটে বক্সে বল পেয়েও সুযোগ হাতছাড়া করেছেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার রেজাউল করিম রেজা। ৩১ মিনিটে বক্সের দুই গজ দূরে ফ্রি কিক পেয়েছিল বন্দর নগরীর দলটি। গোল হতে পারত। কিন্তু হতাশই করেছেন তারিক আল জানাবী। বল মেরেছেন বারের অনেক উপর দিয়ে।
বক্সের খুব কাছেই ডানপ্রান্ত থেকে ৩৬ মিনিটে জাহিদের ফ্রি কিক বক্সে পেয়ে বল বাইরে মেরেছেন চট্টগ্রামের ফরোয়ার্ড রুবেল মিয়া। ৪৪ মিনিটে বল নিয়ে একক প্রচেষ্টায় ঐতিহ্যবাহীদের বক্সে ঢুকে পড়েছিলেন হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিয়ক্স। কিন্তু তাকে ঘিরে ধরেন প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। তাকে বল পোস্টে পাঠানোর সুযোগ না দিয়ে মাঠের বাইরে পাঠান ডিফেন্ডার রেজা। প্রথমার্ধে কোনো গোল না পেয়েই বিরতিতে গেছে দুই আবাহনী।
গোলের সন্ধানে দ্বিতীয়ার্ধে অন্য এক রূপে মাঠে নামে চট্টগ্রাম আবাহনী। ৫৫ মিনিটে সফলও হয় তারা। রুবেল মিয়ার পাস থেকে বল পান হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিয়ক্স। বল আয়ত্তে নিতে এগিয়ে এসেছিলেন ঢাকা আবাহনীর গোলরক্ষক। কিন্তু তাকে কাটিয়ে ডানপ্রান্ত দিয়ে পোস্টের খুব কাছে পৌঁছে যান প্রিয়ক্স। নিশ্চিত গোল জেনে আয়েশি ভঙ্গিতে ডান পায়ে বল জালে ঠেলে দেন এই হাইতিয়ান (১-০)।
এক গোল পেয়ে উজ্জীবিত জোসেফ প্যাভলিকের শিষ্যরা আক্রমণের পর আক্রমণ করে প্রতিপক্ষ শিবিরকে চাপের মুখে ফেলে। এরই ধারাবাহিকতায় ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বন্দর নগরীর দলটি। কৌশিক বড়ুয়ার পাসে বল পেয়ে বাইসাইকেল কিকে দারুণ এক গোল করেন রুবেল মিয়া (২-০)। ৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে ওয়ালীর শট ক্লিয়ার করেছেন চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার।
শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি ঢাকা আবাহনীর। ফলে ২-০ গোলের জয়ে প্রথমবারের মতো স্বাধীনতা কাপের শিরোপা জিতে চট্টগ্রাম আবাহনী।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপিসহ বাফুফের অন্য কর্মকর্তারা।
ফাইনালে চট্টগ্রাম আবাহনীর দুই গোলের একটি নিজে করেন রুবেল। আরেক গোলে সহায়তা করে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল সেইন্ট প্রিয়ক্স। স্বাধীনতা কাপ জেতায় বোনাস হিসেবে দলের খেলোয়াড়দের ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন।